বগুড়ায় চলন্ত বাসে আগুন, রক্ষা পেলেন ৫০ যাত্রী
বগুড়া শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি চলন্ত বাসে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের শেরপুর অংশের ছোনকার মাঠপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আহসান এন্টারপ্রাইজ নামে একটি বাস ৫০ যাত্রী নিয়ে লালমনিরহাট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে ছোনকার মাঠপুকুর এলাকায় বাসটি পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা বাস থেকে নেমে প্রাণে বাঁচেন।
প্রত্যক্ষদর্শী কফিল উদ্দিন ও মাসুদ রানা বলেন, ওই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে ছোনকাবাজার থেকে আধা কিলোমিটার দক্ষিণে ছোনকা পুকুরপাড় এলাকায়। আগুনের বিষয়টি বুঝতে পেরে বাসের চালক বাসটি মহাসড়কের বাম পাশে দাঁড় করিয়ে সেখান থেকে সটকে পড়েন। তবে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানোয় বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি।
শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ইঞ্জিনে ত্রুটির থাকার কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক একেএম বানিউল আনাম বলেন, আগুনে পুড়ে যাওয়া বাসটি এখন পুলিশের হেফাজতে আছে। বাসে আগুন লাগার পর নারায়ণগঞ্জগামী যাত্রীদের ঢাকাগামী বিভিন্ন বাসে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে বাসের চালক পালিয়ে গেছেন।