ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

বঙ্গোপসাগর
ফাইল ছবি

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে আজ সোমবার সকালে বঙ্গোপসাগরের শ্যালারচর এলাকা থেকে ‘এফবি ছোট হুজুরের দোয়া’ নামে মাছ ধরার ট্রলার এবং ওই ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা সবাই সুস্থ আছেন।

মোংলার কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান বলেন, ‘গতকাল রোববার রাতে ৯৯৯ নম্বর থেকে আসা একটি ফোনকলের মাধ্যমে জানতে পারি, ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং ট্রলারে ১৩ জেলে বঙ্গোপসাগরে ভাসছেন। আমরা ভাসতে থাকা জেলেদের নিরাপদে উদ্ধার করেছি। অন্য একটি ট্রলারে করে তাঁরা বাগেরহাটের শরণখোলার উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁদের সবাই সুস্থ আছেন।’

সাগরে টেলিটকের নেটওয়ার্ক পেয়ে জেলেরা ৯৯৯ নম্বরে ফোন করে তাঁদের উদ্ধারের আকুতি জানান।

ছোট হুজুরের দোয়া নামে ফিশিং ট্রলারটি গত শুক্রবার ভান্ডারিয়া উপজেলা থেকে ১৩ জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। শনিবার সকাল থেকে ফিশিং ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকে।

পরে সেটি ভাসতে ভাসতে শ্যালারচর এলাকায় আসে। সাগরে টেলিটকের নেটওয়ার্ক পেয়ে জেলেরা ৯৯৯ নম্বরে ফোন করে তাঁদের উদ্ধারের আকুতি জানান। উদ্ধার জেলেরা সবাই ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা।