কুমিল্লায় হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় আবদুল করিম হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তিরা হলেন মো. মজনু মিয়া ও কবির মিয়া। তাঁদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা পশিচমপাড়া গ্রামে।
মামলার বাদীপক্ষের আইনজীবী সেলিম মিয়া বলেন, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে হোমনার বাগমারা পশ্চিমপাড়া গ্রামের আবদুল করিমকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। চার দিন পর ২ আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আবদুল করিমের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা করেন। ওই মামলায় ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। পরে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালত এ মামলার আসামিদের মৃত্যুদণ্ড দেন।