মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আরদেশ আলী বলেন, বন্দরের জেটিতে ভাড়ায় নিয়োজিত এ জেড কোম্পানির ‘সিএসডি বোখারি’ নামের একটি ড্রেজারে শ্রমিকের কাজ করতেন নাঈম। বিকেলে ড্রেজারের পাখা পরিষ্কার করছিলেন তিনি। এ সময় হঠাৎ পাখা খুলে তাঁর শরীরের ওপর পড়ে। পাখার আঘাতে তিনি পানিতে পড়ে যান। এরপর অনেক খোঁজ চালিয়েও নাঈমকে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয় বন্দর কর্তৃপক্ষ। পরে রাত সাড়ে আটটার দিকে ড্রেজারের পাখায় জড়ানো অবস্থায় নাঈমের লাশ উদ্ধার করা হয়।

বন্দরের নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মিন্টু হাসান বলেন, এ বিষয়ে প্রথমে একটি অপমৃত্যু মামলা করা হবে। পরবর্তী তদন্তের জন্য মরদেহটির ময়নাতদন্ত হবে। নাঈমের বাড়িতে তাঁরা খবর দিয়েছেন।