ধুনটে উপজেলা জামায়াতের সাবেক আমির গ্রেপ্তার

রফিকুল ইসলাম
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির রফিকুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলা পাঁচথুপি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের বাসিন্দা ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। রফিকুলের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত উপজেলার চৌকিবাড়ি ইউপির চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপজেলা জামায়াতের নায়েবে আমির ছিলেন। ২০১৮ সালে বগুড়ার শেরপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি নাশকতার মামলা করা হয়।

পুলিশ মামলাটি তদন্ত করে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই মামলায় পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই গ্রেপ্তারি পরোয়ানায় গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বগুড়ার ধুনট ও শেরপুর থানায় নাশকতা আইনে করা চারটি মামলা আদালতে বিচারাধীন।