জালালাবাদ গ্যাস ফিল্ড রক্ষণাবেক্ষণের সময় আতঙ্কিত না হওয়ার আহ্বান

সিলেট জেলার মানচিত্র

যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন-এর আওতাধীন জালালাবাদ গ্যাস ফিল্ডে রক্ষণাবেক্ষণ কাজ হবে। এ জন্য আগামী শুক্রবার থেকে গ্যাস কূপে শব্দ এবং আগুনের শিখা দেখা যেতে পারে। এতে আশপাশের জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে শেভরন কর্তৃপক্ষ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন শেভরন বাংলাদেশের ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স ব্যবস্থাপক ইমাম হাসান।

সর্বসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের লাক্কাতুরায় জালালাবাদ গ্যাস ফিল্ডে নিয়মিত গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে শুক্রবার সকাল থেকে অগ্নিপ্রজ্বলনব্যবস্থা চলমান থাকবে। গ্যাস কূপসংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে ওই এলাকার আশপাশে জনসমাগম পরিহার করার পরামর্শ দেওয়া হয়েছে। সে সঙ্গে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

শেভরন বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গ্যাস ফিল্ড রক্ষণাবেক্ষণের সময় শব্দ ও কূপে আগুনের শিখা কিছুটা উর্ধ্বমুখী থাকতে পারে। এতে অনেকে অনেক সময় আতঙ্কিত হয়ে পড়েন। এ কাজ এক সপ্তাহ থেকে ১০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর আগে ২০২১ সালে শেভরনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য কূপে আগুনের শিখা দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সময় আগুন লাগার গুজব ছড়িয়ে পড়েছিল।