সাতক্ষীরায় সংসদ সদস্যের গাড়িতে হামলা, আটক ১

সাতক্ষীরা জেলার মানচিত্র

সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) আসনের সংসদ সদস্য আতাউল হকের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার সময় গাড়িতে থাকা শ্যামনগর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মেহেদী হাসান আহত হয়েছেন। হামলায় গাড়ির সামনের কাচ ভেঙে গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম বাবু (৪০)। তিনি শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আবদুল হান্নানের ছেলে। তাঁর সঙ্গে অন্য কোনো দলের সম্পৃক্ততা আছে কি না, তা জানা যায়নি।

ওই গাড়ির যাত্রী সংসদ সদস্যের পিএস মো নুরুজ্জামান জানান, কালীগঞ্জ উপজেলা সদরে কৃষক লীগের একটি অনুষ্ঠান শেষে সংসদ সদস্য আতাউল হক সন্ধ্যার পর শ্যামনগরে ফেরেন। রাত আটটার দিকে তিনি শ্যামনগর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামের বাড়িতে অপর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে তিনি ওষুধ কেনার জন্য গোডাউন মোড়ে গাড়ি থেকে নামেন। একপর্যায় সেখানের একটি মসজিদে এশার নামাজ পড়তে যান। অনুষ্ঠানে যেতে তাঁর কিছুটা দেরি হবে এই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নুরুজ্জামান, মেহেদী হাসান ও আবদুল্লাহ আল মামুন নামের অপর একজন সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িতে শরিফুল ইসলামের বাড়ি ফ্যাক্টরি মোড়ের দিকে যাচ্ছিল। পথে গোডাউন মোড় এলাকায় সংসদ সদস্যের ওই গাড়িতে কে বা কারা হামলা চালান। দুর্বৃত্তরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে, এতে গাড়ির সামনের কাচ ভেঙে যাওয়ার পাশাপাশি মেহেদী হাসান আহত হন। পরে স্থানীয় লোকজন মেহেদীকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন বাবু নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে জানানো যাবে। তবে গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত স়ংসদ সদস্যের পক্ষ থেকে এ ঘটনায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দেওয়া হয়নি।