মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় প্রাণ গেল নারীর
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম মালঞ্চ বেগম (৪০)। তিনি শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার ইলিয়াস দেওয়ানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোর ছয়টায় মোল্লারবাজার এলাকায় এক্সপ্রেসওয়ে পারাপার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস মালঞ্চ বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান। পরে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল মোল্লারবাজার এলাকায় গিয়ে মালঞ্চ বেগমের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহেল বাকী বলেন, ব্যস্ত সড়ক পারাপারের সময় একটি বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। দুর্ঘটনার পরে বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসটি শনাক্তের কাজ চলছে।