নোয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইউনিয়ন যুবদলের সভাপতিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁর নাম জাহিদুল ইসলাম ওরফে রুবেল (৩৮)। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদুল ধর্মপুর গ্রামের মৃত হোসেন চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও চাটখিল থানার পুলিশের একটি দল ধর্মপুর গ্রামে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জাহিদুলের দেখানো বসতঘরের ভেতর থেকে ১টি দেশীয় পিস্তল, ৩০৩ রাইফেলের ৭টি গুলি, ৭টি ১২ বোর কার্তুজ ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
ঘটনাটিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন চাটখিল উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‘জাহিদুল ইসলাম দুই বছর ধরে ইউনিয়ন যুবদলের সভাপতি। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। তাঁর ঘরের বাইরে পাওয়া গেছে। আমরা মনে করছি, এটি ষড়যন্ত্র।’
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, জাহিদুল ইসলামকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠান।