টাঙ্গাইলে দখলমুক্ত করা হলো সাবেক এমপির বাসা

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বাড়ি থেকে মানসিক ভারসম্যহীনদের বের করে নিয়ে যান প্রশাসনের লোকজনছবি: সংগৃহীত

টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলামের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ছোট কালীবাড়ি এলাকার ওই বাসা থেকে মানসিক ভারসাম্যহীন মানুষদের বের করে সন্তোষ বড়ইতলা এলাকার আগের বাসায় নিয়ে যাওয়া হয়।

গতকাল রাত ১০টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ জোয়াহেরুল ইসলামের বাসভবনে যায়। পরে তারা ওই বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষকে বের করে নিয়ে যায়।

এর আগে গতকাল দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক মারইয়াম মুকাদ্দাস ওরফে মিষ্টি সাবেক সংসদ সদস্যের বাসার তালা ভেঙে একদল মানসিক ভারসম্যহীন মানুষকে নিয়ে ভেতরে যান। তিনি ওই বাড়িতে ‘পাগলের আশ্রম’ গড়ে তোলার ঘোষণা দেন। এতে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় লোকজনের ভাষ্য, এভাবে একজনের বাড়ি দখল করা কোনোভাবেই কাম্য নয়। তাই তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। তাঁরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন।

আরও পড়ুন

জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান অভিযোগ করেন, ‘আমাদের কাছে প্রথমে মিষ্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করেছে। আমি এ ঘটনায় থানায় মামলা করব। বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এ ঘটনায় সঠিক বিচারের দাবি করছি।’

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, ‘১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাঁদের পুনর্বাসন করা হবে।’