সাধারণ ছাত্রদের বিরোধ মেটাতে এসে ছাত্রলীগও জড়িয়ে পড়ল সংঘর্ষে, আহত ৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষাসফর কেন্দ্র করে গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের নেতারাও জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত থেমে থেমে এমন ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, প্রশাসনিক ভাবনের সামনে ও সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের হলের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা শিক্ষাসফরের আয়োজন করেন। ওই বর্ষের দুজন ছাত্র প্রতিনিধি এর ব্যবস্থাপনায় ছিলেন। শিক্ষাসফর নিয়ে শিক্ষার্থীদের দুটি পক্ষ তৈরি হয়। একটি পক্ষ বেঁচে যাওয়া টাকা দিয়ে গাড়িতে সাউন্ড সিস্টেম চাচ্ছিল, অন্য পক্ষ সফরের জন্য টি–শার্ট বানাতে চাচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গতকাল রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকের বাইরে বৈঠক হয়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

বাগ্‌বিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীরা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বলয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে যান।

পরে দুই পক্ষই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভাবনের সামনে গিয়ে ফের বাগ্‌বিতণ্ডায় জড়ায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হোসেনসহ ছাত্রলীগের আরও কয়েক নেতা-কর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় বাগ্‌বিতণ্ডায় জড়ানো শিক্ষার্থীরা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বলয়ে দুই পক্ষে বিভক্ত হয়ে যান। অন্যদিকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর পার্থ প্রতিম বর্মন, নিরাপত্তা শাখার কর্মকর্তা আফরাদ তারেকও ঘটনাস্থলে যান।

একপর্যায়ে প্রক্টরসহ অন্য কর্মকর্তাদের সামনেই শিক্ষার্থীদের মধ্যে ফের হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্য কর্মকর্তারা একটি পক্ষকে হলে ফেরত পাঠান। অপর পক্ষের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা কিছু সময় পর হলে ফিরে গেলে আগে থেকে লাঠিসোঁটা নিয়ে হলে অবস্থান করা ছাত্রলীগের অন্য পক্ষ তাঁদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের মধ্যে বিরোধের জেরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়
ছবি: প্রথম আলো

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, সহকারী পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন এবং আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেন। একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত তিনটার দিকে পরিস্থিতি শান্ত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, সাধারণ ছাত্রদের মধ্যে বিরোধের খবর পেয়ে তাঁরা জ্যেষ্ঠ ছাত্র হিসেবে ঘটনা মীমাংসা করতে গিয়েছিলেন। এ সময় শিক্ষকদের উপস্থিতিতে হাতাহাতির ঘটনা ঘটে। পরে হলের মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা হয়। তবে এতে ছাত্রলীগ জড়িত নয় বলে তিনি দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মনিরুল ইসলাম বলেন, শিক্ষাসফর আয়োজন নিয়ে সাধারণ ছাত্ররা দুই ভাগে বিভক্ত হয়ে বাগ্‌বিতণ্ডা থেকে এমন ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন। তিনি বলেন, প্রথম বর্ষের ছাত্রদের এমন পরিস্থিতিতে জড়ানোর বিষয় খতিয়ে দেখা হচ্ছে।