আরও চার রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ঢেউয়ের কবলে নৌকা ডুবির ঘটনায় উদ্ধার করা লাশ সৈকতে ঢেকে রাখা হয়েছে কাপড় দিয়ে। গতকাল সকাল নয়টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে রাজারঘাট এলাকায়প্রথম আলো।

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নৌকাযোগে সাগরপথে অনুপ্রবেশের চেষ্টাকালে ঢেউয়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় আরও তিন শিশু, একজন পুরুষসহ চারটি লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এ নিয়ে এ পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭ জন নারী, ৯ জন শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ থেকে দুটি শিশু ও একই সময়ে নোয়াখালীয়াপাড়া সমুদ্রসৈকত থেকে একজন পুরুষ এবং আজ বুধবার বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়াঘাটের সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা আরও একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

সাবরাং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম বলেন, আজ বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়াঘাটের সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে একটি শিশুর লাশ ভেসে আসে। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করেন। থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে তাঁরা বেওয়ারিশ হিসেবে দাফন করার জন্য নির্দেশ দিয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরের মুখ থেকে দুটি শিশু এবং একই সময়ে নোয়াখালীয়াপাড়া সমুদ্রসৈকত থেকে একজন পুরুষ এবং আজ বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়াঘাটের সমুদ্রসৈকত থেকে আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছিল। এ পর্যন্ত ৭ জন নারী, ৯ জন শিশু ও ৩ জন পুরুষসহ ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা লাশগুলো নিজ নিজ এলাকায় বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।