দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার হলো বৃদ্ধের লাশ

লাশ
প্রতীকী ছবি

সিলেট শহরতলির দাসপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে শহরতলির দাসপাড়া এলাকার খিদিরপুর আয়েশা মসজিদের পাশের একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম ফয়সল আহমদ। তাঁর আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশ নিহত ফয়সল আহমদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। প্রায় ছয় বছর ধরে দাসপাড়া খিদিরপুর এলাকার এক সৌদি আরবপ্রবাসীর জমির তত্ত্বাবধায়ক হিসেবে থাকতেন তিনি। প্রবাসীর জমির ওপরই একটি ঘরে ফয়সল আহমদ একাই থাকতেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর থেকে আয়েশা মসজিদ-সংলগ্ন এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন বিষয়টি থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আধাপাকা ঘরের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ফয়সল আহমদ নামের ওই ব্যক্তির ঘরটি ভেতর থেকে আটকানো ছিল। পরে দরজা ভেঙে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত ওই ব্যক্তির লাশ খাটের ওপর মশারির ভেতরে ছিল। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় ৬ থেকে ৭ দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, নিহত ব্যক্তির হাতের আঙুলের ছাপও গ্রহণ করা সম্ভব হয়নি। ওই জমির মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।