নাটোরে ছাত্রলীগের বাধার মধ্যে বিএনপির সমাবেশ, মারধরে আহত ১০

বিএনপির সমাবেশে যোগদান করতে যাওয়া কর্মীদের মারপিট করেন ছাত্রলীগ কর্মীরা। এতে অন্তত ১০ জন আহত হন। সোমবার সকালে শহরের মুসলিম ইনস্টিটিউটের সামনে
ছবি: সংগৃহীত

নাটোরে ছাত্রলীগের বাধার মধ্যে সমাবেশ করেছে বিএনপি। আজ সোমবার সকাল ১০টায় জেলা সদরের উপশহর মাঠে এ সমাবেশের আয়োজন করে সদর উপজেলা ও পৌর বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, সারা দেশে অসহনীয় লোডশেডিং, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিএনপির কর্মসূচিতে গুলিতে নিহত নেতা-কর্মী হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করে সদর উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতা-কর্মীরা ভোর থেকেই দলে দলে উপশহর মাঠে জড়ো হতে থাকেন। এ সময় শহরে মিছিল করে মুসলিম ইনস্টিটিউট ও রেলস্টেশন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে মুসলিম ইনস্টিটিউটের সামনে তাঁরা বিএনপির অন্তত নয়জন কর্মী ও একজন পথচারীকে বেধড়ক মারধর করেন। তাঁদের মধ্যে তিনজন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি বিএনপি। তবে সমাবেশস্থল শান্তিপূর্ণ ছিল।

জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গতকাল রোববার রাত থেকে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। আজ ভোর থেকে যখন বিএনপির নেতা-কর্মী সমাবেশে আসতে থাকেন, তখন অতর্কিতে তাঁদের ওপর হামলা করা হয়।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির সমাবেশের সঙ্গে তাঁদের মিছিল করার কোনো সম্পর্ক নেই। তাঁরা বিএনপির কাউকে বাধা দেননি বা মারধর করেননি। সমাবেশ করতে ব্যর্থ হয়ে বিএনপি তাঁদের ওপর মিথ্যা অভিযোগ দিচ্ছে।

সকাল ১০টার মধ্যে বিএনপির নেতা-কর্মীদের আগমনে উপশহর মাঠ ভরে যায়। বেলা ১১টার দিকে প্রধান অতিথি রুহুল কবির রিজভী সমাবেশস্থলে আসেন। রুহুল কবির রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা জিততে পারবে না বলেই তাদের সন্ত্রাসীরা বিএনপির ওপর হামলা করে। শান্তিপূর্ণ মিছিল–সমাবেশে যারা হামলা করে, তারা কাপুরুষ।

নাটোরে ছাত্রলীগের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ। সোমবার সকালে উপশহর মাঠে
ছবি: প্রথম আলো

পৌর বিএনপির আহ্বায়ক এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাবেক সহসভাপতি সাবিনা ইয়াসমিন, ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্যসচিব রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্যসচিব জিল্লুর রহমানসহ নেতারা বক্তব্য দেন।