কথা-কাটাকাটি থেকে মারামারি, সহকর্মীর ঘুষিতে মৃত্যু

সহকর্মী খুনে আটক সমীরণ নাথ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মারধরের আঘাত নিয়ে চিকিৎসাধীন মো. ইলিয়াছ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গের কর্মচারী। মারধরের ঘটনায় সমীরণ নাথ নামের তাঁর এক সহকর্মীকে পুলিশ আটক করেছে।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াছ মারা যান।

নিহত ইলিয়াছ হাসপাতালের মর্গে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। সমীরণ নাথ রয়েছেন পরিচ্ছন্নতাকর্মীর পদে। তবে হাসপাতালের ফরেনসিক বিভাগে ডোমের পদে কেউ না থাকায় দুজন লাশকাটার কাজ করতেন।

হাসপাতালের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় হাসপাতালের মর্গের সামনে রাস্তায় কথা-কাটাকাটি ও মারামারি হয় ইলিয়াছ ও সমীরণের। একপর্যায়ে সমীরণের ঘুষিতে ইলিয়াছ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। পরে সমীরণসহ আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় ইলিয়াছকে হাসপাতালে নিয়ে যান। তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। রাতেই তাঁর মাথায় অস্ত্রোপচার হয়েছিল। এদিকে এ ঘটনায় আজ সকালে হাসপাতালের মর্গ থেকে সমীরণকে পুলিশ আটক করে।

চমেক আইসিইউয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, রাতে ইলিয়াছকে আইসিইউতে ভর্তি করা হয়। অস্ত্রোপচারও করা হয়। সোমবার বেলা আড়াইটার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর মাথায় আঘাত ছিল। অপর এক সহকর্মী তাঁকে আঘাত করেন। কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে মারামারি হয়েছে, তা কর্তৃপক্ষ এখনো অবগত নয়। তবে এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে।

চমেক অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘দুজন ডোমের কাজ করতেন। কী নিয়ে ঝগড়া হয়েছে, জানি না। হাসপাতালের সামনের সড়কে একটি চায়ের দোকানের পাশে মারামারি হওয়ার কথা শুনেছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। সমীরণকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হবে।