নিজেকে চেনার জন্য বিতর্কের কোনো বিকল্প নেই

জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে বিতর্ক উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: আলীমুজ্জামান

ফরিদপুরে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব শুরু হয়েছে। ‘যোগ দাও যুক্তির মেলায়’—এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে এই উৎসব শুরু হয়। উৎসবে অংশ নিয়েছে ফরিদপুর জেলার ১৫টি বিদ্যালয়ের বিতার্কিকেরা।

বিতর্ক উৎসবের উদ্বোধন করে ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, বিতর্ক মানুষের চিন্তা, চেতনা ও বুদ্ধিকে শাণিত করে। নিজেকে চেনার জন্য ও নিজেকে আবিষ্কারের জন্য বিতর্কের কোনো বিকল্প নেই। বিতর্ক হচ্ছে যুক্তিনির্ভর তথ্য উপস্থাপনের মাধ্যমে সত্যের সন্ধান করা।

অনুষ্ঠানে মাদক ও মুঠোফোনের কুফল সম্পর্কে বলেন মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শদাতা রিসালাতুন্নাহা। তিনি বলেন, ১৮ বছর বয়সের আগেই শিশুদের শরীরে ও মনে নানা রকম পরিবর্তন আসে। এসব পরিবর্তন উপেক্ষা বা অবজ্ঞা করা যাবে না। তখন পারিবারিক শাসন, শিক্ষকদের শাসন ভালো লাগে না। ভালো লাগে না থেকেই তৈরি হয় নানা আসক্তি।

বিতর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘বিতর্ক করে আমাদের নিজেকে সত্য প্রতিষ্ঠা করতে হবে। সমাজের ভালো মানুষ হতে গেলে যুক্তিনির্ভর সমাজ গঠন করতে হবে। অন্যের অন্ধ অনুসরণ নয়, চিন্তাভাবনা এবং বোধের বিচার করে নিজের অবস্থান নির্ধারণ করা হচ্ছে বিতর্ক।’

আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বলেন, ‘বিতর্ক সমুদ্রের মতো। সমুদ্র থেকে মণি-মুক্তা নিতে হয়, এই কাজে তরুণ সমাজ পারদর্শী হলেই সমাজ বিনির্মাণ সহজ হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফরিদপুরে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার সদস্য মো. জাহিদুজ্জামান খান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করে আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের চিত্র। বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে
ছবি: প্রথম আলো

বিতর্ক উৎসবে ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর উচ্চবিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, গেরদা আবুল ফয়েজ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, বাখুন্ডা উচ্চবিদ্যালয়, আনছার উদ্দিন উচ্চবিদ্যালয়, আলহাজ এম এ আজিজ হাইস্কুল, ঈশান ইনস্টিটিউশন, শিবরামপুর রামগোপাল দীনবন্ধু একাডেমি ও ভাঙ্গার আব্দুলাবাদ বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্বে আছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী, প্রভাষক তন্ময় সরকার, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক কামাল উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, ময়েজ উদ্দিন সরকারি গণগ্রন্থাগারের সহকারী গ্রন্থাগারিক সাজু আহমেদ ও ভাঙ্গা মহিলা কলেজের প্রভাষক অজয় দাস।