রাজশাহী নগর ভবনের সামনে এক ঘণ্টার ব্যবধানে দুটি ককটেল বিস্ফোরণ

রাজশাহী নগর ভবনের সামনে মঙ্গলবার রাতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা
ছবি: প্রথম আলো

রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এক ঘণ্টার মধ্যে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। প্রথম বিস্ফোরণ ঘটে মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে। একই স্থানে পরের বিস্ফোরণ ঘটে রাত ১০টা ৪০ মিনিটের দিকে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানোর সময় সেখানে পুলিশ উপস্থিত ছিল। এ ঘটনায় কেউ হতাহত হননি।

নগর ভবনের নিরাপত্তাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে হঠাৎ বিস্ফোরণে বিকট শব্দ হয়। পরে নিরাপত্তাকর্মীরা গিয়ে দেখেন, নগর ভবনের সামনে রাস্তার ওপর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এর ঠিক এক ঘণ্টার মাথায় একই স্থানে পুলিশের উপস্থিতিতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নগর ভবনের নিরাপত্তা কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, নগর ভবনের সামনে রাস্তার দুটি লেন। এই লেনের মাঝখানে ফাঁকা জায়গায় মোটরসাইকেল বা অটোরিকশা থেকে কে বা কারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। এর ঘণ্টাখানেক পর একই স্থানে একই কায়দায় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয়বার ফোটানোর সময় পুলিশ সেখান থেকে একটু দূরেই ছিল। দুর্বৃত্তদের পেছনে তারা ছুটেও গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিস্ফোরণের পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। মূলত আতঙ্ক সৃষ্টির জন্য নাশকতাকারীরা এটা ঘটিয়েছে।