গাজীপুরে সিমেন্টবাহী ট্রাকের গতি রোধ করে আগুন
গাজীপুর মহানগরের পুবাইলের মিরের বাজার এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের গতি রোধ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ১১টায় মহানগরের ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর মহানগরীর পুবাইলের ভান্ডারিয়া বাজারের পাশে ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক ধরে আনোয়ার সিমেন্ট কোম্পানির খালি একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। রাত ১১টার দিকে ট্রাকটি মিরের বাজার উড়ালসড়কের নিচে পৌঁছালে হঠাৎ অন্ধকার থেকে চালককে লক্ষ্য করে পাথর মারতে থাকে কিছু দুর্বৃত্ত। একপর্যায়ে ট্রাকটি গতি কমিয়ে রাস্তার পাশে দাঁড়াতেই কয়েকজন যুবক এসে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়ন স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার প্রথম আলোকে বলেন, মূলত হরতালের সমর্থনে কিছু যুবক ট্রাকটিকে লক্ষ্য করে পাথর মারতে থাকে। এতে চালক আহত হয়ে ট্রাকের গতি কমিয়ে রাস্তার পাশে দাঁড়ায়। এর মাঝেই হঠাৎ ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তাঁরা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর মহানগর পুলিশের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে। আগুনে ট্রাকের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।