চাঁদপুরে মাইক্রোবাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সৌদিপ্রবাসী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর ইসলাম (৪৫) নামের এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল চারটার দিকে উপজেলার সিপাইকান্দি এলাকায় বেড়িবাঁধের ওপর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত নূর ইসলাম মতলব উত্তর উপজেলার নবুরকান্দি গ্রামের শহিদ উল্লাহ প্রধানের ছেলে। নূর ইসলাম মাসখানেক আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন। কয়েক মাস পর তাঁর আবার ফিরে যাওয়ার কথা ছিল। গুরুতর আহত ব্যক্তিরা হলেন উপজেলার বড় হলদিয়া গ্রামের মো. বোরহান উদ্দিন (৪০), ছোট হলদিয়া গ্রামের আলী আকবর (৫৫) ও এখলাশপুর গ্রামের মফিজুল ইসলাম (৩০)। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা।

প্রত্যক্ষদর্শী, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে তিনটার দিকে নবুরকান্দি গ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে মতলব দক্ষিণ উপজেলা সদরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। বিকেল চারটার দিকে সিপাইকান্দি এলাকায় বেড়িবাঁধের ওপর দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং অটোরিকশার যাত্রী নূর ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোরিকশার তিন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজিব কিশোর বণিক প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের সবারই অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

নিহত প্রবাসীর বাবা শহিদ উল্লাহ প্রধান প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেডা বিদেশ থেকে দেশে আইসা এহন লাশ অইল। কয়েক মাস পর আবার তাঁর বিদেশ যাওনের কথা আছিল। হেইডা অইল না। ছেলেডার মৃত্যু মানতে পারছি না। বড়ই কষ্ট অইতাছে। এমন মরণ মানুম ক্যামনে।’

এ ব্যাপারে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।