নোয়াখালীতে মাকে মারধর করে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

অপহরণ
প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক এইচএসসি পরীক্ষার্থীকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনাইমুড়ী উপজেলা পরিষদসংলগ্ন আলোকপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে সোনাইমুড়ী থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করেছে।

অপহৃত পরীক্ষার্থীর মা জানান, তিনি ও তাঁর মেয়ে সোনাইমুড়ী পৌর শহরে এক আইনজীবীর চেম্বার থেকে কাজ শেষে নিজ বাড়িতে যাচ্ছিলেন। উপজেলা পরিষদসংলগ্ন আলোকপাড়া রাস্তার মাথায় গেলে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির গতিরোধ করে কয়েকটি মোটরসাইকেল ও আরেকটি সিএনজিচালিত অটোরিকশা। একপর্যায়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাঁকে মারধরের পর তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে সোনাইমুড়ী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক আসামিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও অপর অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।