সিলেটে ডাকাত সন্দেহে মাইকিং করে তরুণকে গণপিটুনি দিয়ে হত্যা

গণপিটুনি
প্রতীকী ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাইকিং করে ডাকাত সন্দেহে এক তরুণকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ওই তরুণকে মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার উনাই হাওরসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সালেহ আহমদ (২৫) গোয়াইনঘাট উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত দুইটার দিকে গোয়াইনঘাটের লাবু, আলীনগর ও দেওয়ার গ্রামে ডাকাত সন্দেহের বিষয়টি জানিয়ে মাইকিং হয়। এ সময় তিন গ্রামের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আনাই হাওর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ সালেহ আহমদকে আটক করে। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেহ আহমদকে উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ ভোরে হাসপাতালে আনার পর চিকিৎসক সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, সালেহ আহমদ আন্তজেলা গরুচোর চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে সিলেটের গোয়াইনঘাট থানায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা আছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও দুটি রামদা পাওয়া গেছে। তিনি বলেন, নিহত তরুণের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।