চুয়াডাঙ্গায় বেগুনখেতে গৃহবধূর গলাকাটা লাশ, ভাই আহত

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ রোববার সকালে চুয়াডাঙ্গার দামুড়হুদায়
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি বেগুনখেতে পাওয়া গেছে গৃহবধূর গলাকাটা লাশ। আজ রোববার সকালে উপজেলার একটি গ্রামের বেগুনখেতে লাশটি পাওয়া যায়। বেলা একটায় এ প্রতিবেদন লেখার সময় লাশটি বেগুনখেতেই পড়ে ছিল।স্বজনদের ভাষ্য, রাতে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ মারা গেছেন। এতে আহত হয়েছেন গৃহবধূর ভাই।

নিহত গৃহবধূর বয়স ২৫ বছর। এ ঘটনায় আহত তাঁর ভাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বেলা পৌনে একটার দিকে দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, গৃহবধূর গলাকাটা লাশটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন নিহত গৃহবধূর ভাই পুলিশকে জানিয়েছেন, চার-পাঁচজন দুর্বৃত্ত শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁকে অস্ত্রের মুখে অপহরণ করে বাড়ির পাশের মাঠে নিয়ে যায়। পরে তাঁর মা ও বোন তাঁর খোঁজে মাঠে যান। সেখানে দুর্বৃত্তরা তাঁকে ছেড়ে দিয়ে তাঁর বোনকে নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই এসে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে আজ শনিবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পান একটি বেগুনখেতে তাঁর বোনের লাশ পাওয়া গেছে।

এ ঘটনার রহস্য উন্মোচনে দর্শনা থানা-পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও মা আরোশা খাতুনকে দর্শনা থানায় নিয়ে গেছে। এরই মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) নাজিম উদ্দিন আল আজাদ, দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাজিম উদ্দিন আল আজাদ বলেন, সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশের সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।