সড়কে বড় ভাইয়ের মৃত্যুর এক বছরের মাথায় ছোট ভাইয়ের প্রাণ গেল গাছচাপায়

লাশ
প্রতীকী ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় কালবৈশাখীর সময় ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে মো. আশরাফুজ্জামান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে পৌরসভার পাগলের আস্তানাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে তার মৃত্যু হয়।

আশরাফুজ্জামান পৌর সদরের বাকাইল গ্রামের বিশ্বাসপাড়া মহল্লার মো. সালাউদ্দিন বিশ্বাসের ছেলে। আলফাডাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে আশরাফুজ্জামানের বাড়িতে গিয়েছিলেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ। তিনি প্রথম আলোকে বলেন, আশরাফুজ্জামানের বড় ভাই বছরখানেক আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আশরাফুজ্জামানের বাবা জালিয়াতির মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে জেলা কারাগারে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আশরাফুজ্জামান বাকাইল গ্রামের পাগলের আস্তানা এলাকায় ঝড়ের কবলে পড়ে। এ সময় রাস্তার পাশের একটি রেইনট্রি ভেঙে এর একটি অংশ আশরাফুজ্জামানের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশরাফুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ফরিদপুর সদরের করিমপুর এলাকা অতিক্রমের সময় আশরাফুজ্জামানের মৃত্যু হয়।

পৌরসভার স্থানীয় কাউন্সিলর মো. এনায়েত হোসেন বলেন, আশরাফুজ্জামানের চায়ের দোকান ছিল। চায়ের দোকানে যাওয়ার পথে সে ঝড়ের কবলে পড়েছিল। এ সময় গাছ ভেঙে পড়লে ওই গাছের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ বিকেলে শিশুটির জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ওই শিশুর কারাবন্দী বাবাকে কিছু সময়ের জন্য প্যারোলে মুক্তির চেষ্টা করা হচ্ছে।