ভৈরবে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

জিল্লুর রহমানফাইল ছবি

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তাঁর জীবনকর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।

ভৈরব উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি তালাত হোসেন, পৌর মেয়র ইফতেখার হোসেন, জিল্লুর রহমানের একান্ত সহকারী শাখাওয়াত হোসেন মোল্লা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মৃত্যুর আগপর্যন্ত মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য রাজনীতি করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সারা জীবন জাতি মনে রাখবে। রাজনীতিতে তিনি ছিলেন অহিংস। গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের লড়াই করতে গিয়ে তাঁকে একাধিকবার কারাগারে যেতে হয়েছে। তবু অপশক্তির কাছে তিনি কখনো মাথা নত করেননি। এমন বর্ষীয়ান রাজনীতিকের শূন্যতা বিশেষ করে তাঁর জন্মস্থান ভৈরবের মানুষেরা প্রতি মুহূর্তে অনুভব করে।

আলোচনা সভার আগে জিল্লুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জিল্লুর রহমান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে আওয়ামী লীগের হয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি দেশের ১৯তম রাষ্ট্রপতি হন। ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।