ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে আড়াই হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মেঘনা নদীসংলগ্ন চরপাতা ইউনিয়নের রাজাবল্লব মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়।
আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল। তবে এ অভিযানে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ডে দক্ষিণ জোনের সদস্যরা গতকাল দিবাগত রাত ১২টার দিকে চরপাতা ইউনিয়নের রাজাবল্লব মাছঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি কাঠের ট্রলার তল্লাশি করে ২ হাজার ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
কোস্টগার্ডের কর্মকর্তারা ধারণা করছেন, দৌলতখান উপজেলার চোরাকারবারিরা ঢাকা-চট্টগ্রাম নৌপথে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ওই তেল চুরি করে নামিয়েছে। তবে অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ করা ট্রলার ও চোরাই তেল দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।