সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল স্বাভাবিক

মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। আজ বিকেলে উল্লাপাড়া রেলস্টেশনের পাশে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের দুটি বগি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর আজ শুক্রবার রাত আটটার দিকে উদ্ধারকারী ট্রেনটি বগি দুটি উদ্ধারের কাজ শেষ করে। এরপর রাত সাড়ে আটটা থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে বিভিন্ন রেলস্টেশনে অপেক্ষারত ট্রেনগুলো ছাড়তে শুরু করেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উদ্ধারকারী ট্রেনটি এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে আজ বেলা পৌনে দুইটার দিকে উল্লাপাড়া রেলস্টেশনের পশ্চিম পাশে লাইন পরিবর্তনের সময় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় দুই পাশে আটকে পড়ে একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সিল্কসিটি, মৈত্রী এক্সপ্রেসসহ পাঁচটি ট্রেন। বগি লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ঢাকা, রাজশাহী, খুলনাসহ উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীরা।

উল্লাপাড়া মোহনপুর স্টেশনের স্টেশনমাস্টার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, বগি লাইনচ্যুত হওয়ায় এখন ট্রেনের সময়সূচির অনেকটা বিপর্যয় হবে। যাত্রীদের ভোগান্তি কিছুটা বাড়বে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, উদ্ধারকারী ট্রেন একটু দূরে থাকায় সেটি আসতে দেরি হওয়ায় এমন সমস্যা হয়েছে। দ্রুত বগি দুটি উদ্ধার করে পার্শ্বরাস্তায় সরিয়ে দিয়ে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন দুই পাশে অপেক্ষায় থাকা ট্রেনগুলো একে একে গন্তব্যের উদ্দেশে চলে যাবে।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আহসানুর রহমান প্রথম আলোকে বলেন, মালবাহী ট্রেনটির বগি লাইনচ্যুত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।