বরিশালে কটূক্তির প্রতিবাদ করায় পুলিশ সার্জেন্টের স্ত্রীর ওপর হামলা, এক কিশোর গ্রেপ্তার
বরিশাল নগরের বিনোদনকেন্দ্র বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে যাওয়ায় পুলিশ সার্জেন্টের স্ত্রীকে কটূক্তি করেছিল কয়েকজন কিশোর। এ ঘটনার প্রতিবাদ করায় ওই কিশোরেরা তাঁকে মারধর করেছে। বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু উদ্যানের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে। ওই হামলায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় রাতেই সার্জেন্টের স্ত্রী ২৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। হামলার শিকার সিফাত জাহান বরিশাল মহানগর পুলিশের সার্জেন্ট তৌহিদ মোর্শেদের স্ত্রী।
সিফাত জাহান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি তাঁর বড় বোন ও তাঁদের ছেলেমেয়ে এবং কয়েকজন বান্ধবীকে নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে ঘুরতে যান। এ সময় তাঁদের সঙ্গে একটি পোষা বিড়ালও ছিল। রাত আটটার দিকে তাঁরা উদ্যানের হেলিপ্যাড এলাকায় অবস্থান করছিলেন। এর কিছুক্ষণ পরে ২০ থেকে ২৫ জন কিশোর হেলিপ্যাড এলাকায় এসে তাদের কারও জন্মদিন উপলক্ষে একটি কেক কাটে। কেক কাটা শেষে তারা সেখানে ‘মাদক সেবন’ করছিল। কিছুক্ষণ পরে তাদের মধ্যে এক কিশোর বিড়ালটিকে উত্ত্যক্ত শুরু করে। এমন আচরণ দেখে তাঁরা সেখান থেকে চলে যাওয়ার সময় ওই কিশোর অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি করে। এর প্রতিবাদ করলে ওই কিশোর তাঁর দিকে তেড়ে আসে এবং একপর্যায়ে তাঁকে (সিফাত) কিল-ঘুষি দিয়ে রাস্তায় ফেলে দেয়। বিষয়টি দেখে অন্য দর্শনার্থীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
সিফাত জাহান আরও বলেন, কিছু সময় পর নগরের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীনের ছেলে আশরাফুল দলবল নিয়ে দ্বিতীয়বার তাঁর ওপর হামলার চেষ্টা করে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে কিশোরেরা পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে তিনি বাদী হয়ে থানায় রাতেই একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ এক কিশোরকে আটক করেছে। নগরের কেডিসি আবদুর রাজ্জাক কলোনির ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।