শেরপুরে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রলিচালক নিহত

বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে বাসটির সামনের অংশ। বুধবার সকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিম পাড়া এলাকায়ছবি: দেবাশীষ সাহা রায়

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে ট্রলিচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আজ বুধবার সকালে উপজেলার কুরুয়া পশ্চিম পাড়া এলাকায় শেরপুর-শ্রীবরদী সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. হামিদুল্লাহ (২৭)। তিনি শ্রীবরদী পৌরসভার বড়পোড়াগড় গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। তিনি ট্রলিচালকের সহকারী ছিলেন। এতে আহত পাঁচজনের মধ্যে একজন হলেন ট্রলিটির চালক রমজান আলী (২০)। তাঁকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য চারজন বাসের যাত্রী ছিলেন। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল আটটার দিকে কুরুয়া পশ্চিম পাড়া এলাকায় ঢাকা থেকে শ্রীবরদীগামী মা মনি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে আসা কাঠবোঝাই একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রলিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। আর বাসটি একটি বাড়িতে ঢুকে যায়। এতে ট্রলিচালকের সহকারী হামিদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। আহত ট্রলিচালক রমজান আলীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত হামিদুল্লাহর লাশ উদ্ধার করেছ।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রলিটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।