ফেনীতে সড়কের পাশে নর্দমা থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

ফেনী পৌর শহরের সড়কের পাশের একটি নর্দমা (ড্রেন) থেকে এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের সরকারি জিয়া মহিলা কলেজের বিপরীত পাশের নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দুপুরে ফেনী পৌর শহরের সরকারি জিয়া মহিলা কলেজের বিপরীত পাশে নর্দমার মধ্যে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ফেনী শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই স্থানে পৌঁছে নর্দমা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, ওই নারীর পরনে সালোয়ার-কামিজ ছিল। তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ফেনীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করেছেন।

স্থানীয় একাধিক লোকের বরাত দিয়ে পরিদর্শক মিজানুর রহমান বলেন, ওই নারীকে দুই-তিন দিন আগে ঘটনাস্থল ওই নর্দমার পাশে বসে থাকতে দেখা গেছে। তাঁকে দেখতে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তাঁদের ধারণা, ওই নারী হয়তো নর্দমায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ আশাবাদী।