জয়পুরহাটে চায়ের দোকানের কাচের গ্লাস দিয়ে বৃদ্ধকে মারলেন ইউপি সদস্য

কাচের গ্লাসের আঘাতে আহত বৃদ্ধ নূর মোহাম্মদ চিকিৎসাধীন। বুধবার রাত ৮টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেছবি: প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সাদ্দাম হোসেন চায়ের দোকানের কাচের গ্লাস দিয়ে এক বৃদ্ধের কানে আঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বৃদ্ধের বাঁ কানের নিচের অংশ কেটে গেছে। ভুক্তভোগী বৃদ্ধ এ অভিযোগ করেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সোনামুখী ইউনিয়নের জাফরপুর বাসস্ট্যান্ড বাজারে এ ঘটনা ঘটে।

আহত বৃদ্ধের নাম নূর মোহাম্মদ ওরফে তোতা (৬৬)। তিনি একই ইউনিয়নের রামশালা আবাসন প্রকল্পের বাসিন্দা।

আহত বৃদ্ধ, তাঁর স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে বৃদ্ধ নুর মোহাম্মদের সঙ্গে তাঁর প্রতিবেশী মহিফুর ও তাঁর স্ত্রী সোনিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে তাঁরা স্বামী-স্ত্রী বৃদ্ধ নুর মোহাম্মদকে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় নুর মোহাম্মদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। ইউপি সদস্য সাদ্দাম হোসেনের হুকুমে মহিফুর ও তাঁর স্ত্রী তাঁকে মারধর করেন বলে থানায় লিখিত অভিযোগ করেন নুর মোহাম্মদ। এ ঘটনায় ইউপি সদস্য সাদ্দাম হোসেন খেপে যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকেলে বৃদ্ধ নুর মোহাম্মদ চা পান করতে এবং ওষুধ কিনতে জাফরপুর বাজারে যান। তিনি চা পান করে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সাদ্দাম হোসেন তাঁকে দেখে গালাগালি করে চায়ের দোকান থেকে একটি কাচের গ্লাস নিয়ে ভেঙে ফেলেন। তিনি লোকজনের সামনেই সেই ভাঙা কাচের গ্লাস দিয়ে বৃদ্ধ নুর মোহাম্মদের কানে আঘাত করেন। এতে তাঁর কানের নিচের অংশ কেটে রক্ত ঝরে। স্থানীয় লোকজন বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গতকাল রাত আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের বারান্দায় বৃদ্ধ নুর মোহাম্মদ শুয়ে আছেন। তাঁর বাঁ কানে ব্যান্ডেজ করা। নুর মোহাম্মদ বলেন, ‘ইউপি সদস্য সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলাম। এ ঘটনায় সাদ্দাম লোকজনের সামনে কাচের গ্লাস ভেঙে কানে আঘাত করেছেন। এতে আমার কান কেটে গেছে। আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় আমি মামলা করব।’

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, ‘নুর মোহাম্মদ মাদক ব্যবসা করেন। আমি তাঁকে মাদক ব্যবসা করতে নিষেধ করেছিলাম। এ ঘটনায় আমার বিরুদ্ধে থানায় মিথ্যা লিখিত অভিযোগ করেছিলেন। বুধবার বিকেলে নুর মোহাম্মদ আমাকে জাফরপুর বাজারে দেখে গালিগালাজ করেন। এতে ক্ষুব্ধ হয়ে কাচের গ্লাস দিয়ে মেরেছি।’

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক মো. সাফিউর রহমান বলেন, ‘কাচের গ্লাসের আঘাতে বৃদ্ধ নুর মোহাম্মদের বাঁ কান কেটে গেছে। কানে সেলাই করা হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।