আজকের প্রথম আলো পড়েন, দেখবেন বাংলাদেশ কোথায় আছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানপ্রথম আলো ফাইল ছবি

বিভিন্ন সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে—এই বিষয়ে জানার জন্য নেতা-কর্মীদের আজ শনিবারের প্রথম আলো পড়ার পরামর্শ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকের প্রথম আলো অনলাইনে পড়তে পারবেন। ৫-১০ মিনিটও লাগবে না। পড়বেন দয়া করে। দেখবেন বাংলাদেশ কোথায় আছে।’

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভা হয়।

আরও পড়ুন

সভায় এম এ মান্নান বলেন, ‘বিশ্বব্যাংক, আইএমএফ যাদের কথা মানুষ বিশ্বাস করে, আমার মতো সামান্য মানুষের কথা তো মানুষ বিশ্বাস করে না। তারা (বিশ্বব্যাংক, আইএমএফ) কী বলছে? এখন আমরা ভারত-পাকিস্তানের চেয়ে বহুত আগায় আছি, উন্নয়নের মাত্রায় (সূচকে)। উন্নয়নের মাত্রা কী? মানুষের গড় আয়ু, সাক্ষরতা, আয়, সড়ক, বিদ্যুৎ, খাবার পানি, নারীর ক্ষমতায়ন। এসব বিবেচনায় আমরা ২০১৬ সালে পাকিস্তানকে পেছনে ফেলেছি। ২০১৯ সালে আমরা ইন্ডিয়াকে পেছনে ফেলেছি।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা পরিশ্রম করে ইন্ডিয়াকে ছাড়িয়ে গেছি। এটাকে এখন স্থায়ী করতে হবে। স্থায়ী করার জন্য দরকার কাজ। কাজের জন্য দরকার পরিবেশ। পরিবেশের জন্য দরকার শান্তি, শৃঙ্খলা।’

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আজ শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে
ছবি: প্রথম আলো

এম এ মান্নান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছিলেন একটি স্বাধীন দেশ। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন প্রজন্মের জন্য একটি উন্নয়নশীল বাংলাদেশ উপহার দিচ্ছেন।’ এই অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য স্থিতিশীল সরকার দরকার বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, আজ প্রথম আলোর অর্থ-বাণিজ্য পাতায় এবং অনলাইনে ‘মাথাপিছু জিডিপি: ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে বলা হয়, মাথাপিছু জিডিপিতে চার বছর আগে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ। পাকিস্তানকে পেছনে ফেলে আট বছর আগে। অথচ দুই দশক আগেও জিডিপিতে এই দুই দেশের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। নারীর ক্ষমতায়নসহ আরও কয়েকটি সূচকেও ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। এর আগে মন্ত্রী জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।