উজিরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

বরিশাল জেলার মানচিত্র

সংবাদ প্রকাশের জেরে বরিশালের উজিরপুর উপজেলায় দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. মাহফুজুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর দৈনিক মানবকণ্ঠে ‘উজিরপুরে জমি দখল করতে সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে ২৪টি মামলা, প্রতিবাদে মানববন্ধন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ১৪ ডিসেম্বর অভিযুক্ত হস্তীশুণ্ড গ্রামের আমির হোসেন আকন (৪৫), সোলাইমান হাওলাদারসহ (৬০) চার-পাঁচজন ক্ষিপ্ত হয়ে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. মাহফুজুর রহমানকে প্রাণনাশের হুমকি দেন।

সাংবাদিক মাহফুজুর রহমান বলেন, ‘১৪ ডিসেম্বর আমি সহকর্মী দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি নাজমুল হক, দৈনিক সংবাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র, দৈনিক আমাদের সময়ের উজিরপুর প্রতিনিধি আবদুর রহিম উজিরপুর থানাসংলগ্ন ডাকবাংলা সড়কে গেলে আমির হোসেন আকন, সোলাইমান হাওলাদারসহ চার-পাঁচজন এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আমাদের প্রাণনাশের হুমকি দেন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমির হোসেন আকন বলেন, ‘সংবাদে প্রকাশের কারণে আমি বিব্রত হয়েছি, যে কারণে কিছুটা ক্ষিপ্ত আচরণ করেছি। তবে হত্যার হুমকির কথা সঠিক নয়।’ সোলাইমান হাওলাদারও একই কথা বলেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, হুমকির ঘটনায় মাহফুজুর রহমান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।