কুয়াকাটা সৈকত থেকে মৃত হরিণ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত
ফাইল ছবি: প্রথম আলো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টসংলগ্ন পশ্চিম পাশ থেকে হরিণটি উদ্ধার করে মাটি চাপা দেয় বন বিভাগের লোকজন।

প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী স্থানীয় সংগঠন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কুয়াকাটা দলের সদস্য কে এম বাচ্চু বলেন, গতকাল রাত আটটার দিকে তাঁরা খবর পান, সৈকত এলাকায় একটি মৃত হরিণ ভেসে এসেছে। এর পরপরই তাঁরা কয়েকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত হরিণটি উদ্ধার করেন।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রায় ৩০ ঘণ্টা ধরে জোয়ার ও জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত ও ঝড়ে বিধ্বস্ত সুন্দরবনের বিভিন্ন স্থানে মিলেছে বন্য প্রাণীর মৃতদেহ। ঝড়ের পর দুই দিনে মোট ৩৯টি হরিণ ও একটি শূকরের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে বন বিভাগ। উচ্চ জোয়ারের পানি সুন্দরবনের গহিনে উঠে যাওয়ায় হরিণগুলো ভেসে যায় এবং সাঁতরে কূলে উঠতে না পেরে হরিণগুলো মারা গেছে বলে ধারণা বন বিভাগের। এর বাইরে আহত আরও ১৭টি হরিণকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছে বন বিভাগ।

আরও পড়ুন

স্থানীয় ব্যক্তিদের কয়েকজন বলেন, কুয়াকাটায় উদ্ধার করা হরিণটির পেট ফুলে গেছে। এর মাথা ও শরীরের কিছু অংশ থেকে চামড়াও উঠে গেছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর হরিণটির মরদেহ উদ্ধার করে গতকাল রাত ১০টার দিকে মাটি চাপা দিয়েছি।’