আনন্দ-উচ্ছ্বাসে সিলেটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু

শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’ ও প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা সিলেট জেলার অনুষ্ঠান জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। আজ শুক্রবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসেছবি: আনিস মাহমুদ

সকাল হতেই গ্রাম, মফস্‌সল আর শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো শিক্ষার্থী মেতে উঠেছে গল্প আর আনন্দ-উচ্ছ্বাসে। তারা সবাই এসেছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে।

সিলেট নগরের শামীমাবাদ বাগবাড়ি এলাকার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ সংবর্ধনা অনুষ্ঠান চলছে। এতে অংশ নিয়েছে জেলার বিভিন্ন উপজেলার ১ হাজার ২০০ কৃতী শিক্ষার্থী।

আজ সকাল সাড়ে নয়টার দিকে সিলেট বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন হয়। প্রথম আলো বন্ধুসভা সিলেটের সাংস্কৃতিক সম্পাদক ফারহানা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সনদ হাতে শিক্ষার্থীরা। আজ সকালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে
ছবি: আনিস মাহমুদ

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জামাল উদ্দিন ভূঞা, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবীর খান, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক কোহেলী রানী রায় ও প্রথম আলোর প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবীর।

আয়োজনের ফাঁকে ফাঁকে থাকবে কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে গান ও আবৃত্তি। বাউল বশিরউদ্দিন সরকার, আবৃত্তিকার নাজমা পারভীন, শিল্পী লিংকন দাশ ও মেহেজাবিন মোতাহারের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজনটিতে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই নিবন্ধিত শিক্ষার্থীদের দেওয়া হয়েছে ক্রেস্ট, সনদপত্র ও স্ন্যাকস বক্স।

সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দল বেঁধে সেলফি তুলছে তারা। আজ সকালে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে
ছবি: আনিস মাহমুদ

উৎসবে যোগ দিয়েছে সিলেট এমসি কলেজের ছাত্র জনার্দন রায়। সে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। জনার্দন জানায়, এখানে এসে তার খুবই ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে।

সিলেট সরকারি মহিলা কলেজে পড়ছে মাইশা সিদ্দিকা। সে পাস করেছে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে। মাইশা বলে, ‘অনেক বান্ধবী অন্য কলেজে ভর্তি হয়েছে। তাদের সঙ্গে বেশ দিন পর এ অনুষ্ঠানের বদৌলতে দেখা হলো। খুব আনন্দ হচ্ছে।’