চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য নদভীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাসেল উদ্দীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাসেল উদ্দীনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আবদুল করিম আরও বলেন, গ্রেপ্তার মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাসেল সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর।