সাতক্ষীরায় সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা

সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে কয়েকজন কৃতী শিক্ষার্থী। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের চত্বরে
ছবি: প্রথম আলো

সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিতে সকাল সাড়ে আটটা থেকে কৃতী শিক্ষার্থীরা আসতে শুরু করে। অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় চলছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসব। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

এ উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া ৯৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। সকাল সাড়ে আটটা থেকে নিবন্ধন নম্বর অনুযায়ী নির্দিষ্ট বুথ থেকে শিক্ষার্থীরা সনদ, ক্রেস্ট ও স্ন্যাকস বক্স সংগ্রহ করে। পরে তারা অনুষ্ঠানস্থলে গিয়ে নানা আড্ডায় মেতে ওঠে।

ক্রেস্ট ও সনদপত্র নিতে লাইনে দাঁড়িয়েছে কৃতী শিক্ষার্থীরা। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের চত্বরে
ছবি: প্রথম আলো

সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরার সাবেক সহসভাপতি শেখ শরিফুল হাসান এবং পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মৌটুসি চ্যাটার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরায় কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। এ প্রতিবেদন লেখার সময় বক্তব্য দিচ্ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস।
সকাল আটটায় বিদ্যালয় চত্বরে এসে হাজির হয় অবনী। সে বলে, ‘জীবনের প্রথম কোনো সংবর্ধনা পেতে যাচ্ছি। অন্য রকম আনন্দ হচ্ছে। এ থেকে আমরা আগামী দিনের চলার অনুপ্রেরণা পাব।’

সনদপত্র হাতে কৃতী শিক্ষার্থীরা। শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের চত্বরে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে অংশ নিতে অপেক্ষার প্রহর গুনছিল সাদিয়া বিনতে পারভীন। সকালে অনুষ্ঠানে এসে সে ভীষণ উচ্ছ্বসিত। কালীগঞ্জের নলতা থেকে এসেছে ঈশিতা সাহা। সে জানায়, ভোর চারটায় বাড়ি থেকে বের হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য। এসেই পরিবেশ দেখে মুগ্ধ সে। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, যেন বন্ধুদের মিলনমেলা বসেছে।
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিতে মঞ্চে আছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ সরকার, সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, সাতক্ষীরা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল কালাম, সাতক্ষীরা মহিলা পরিষদের প্রোগ্রাম কর্মকর্তা ফাতেমা জোহরা ও প্রথম আলোর আঞ্চলিক সংবাদ বিষয়ক সম্পাদক তুহিন সাইফুল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে ফাঁকে থাকছে কৃতী শিক্ষার্থী ও সাতক্ষীরা বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে গান, নাচ ও কবিতা আবৃত্তি। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার ১ মাস ও চরকির ১৫ দিন ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্সসহ অন্যান্য উপহার।

আরও পড়ুন
আরও পড়ুন