জুয়ার আসর থেকে ছাত্রলীগ নেতা আটক, সাত দিনের কারাদণ্ড

ছাত্রলীগ নেতা শামীম হোসাইন
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় জুয়ার আসর থেকে শামীম হোসাইন (২২) নামের এক ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে হাতেনাতে তাঁদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার। দণ্ডপ্রাপ্ত শামীম ওই ইউনিয়নের পটুয়াকোল গ্রামের বিষু মণ্ডলের ছেলে এবং ছাত্রলীগের মুকুন্দপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

ইউএনও পরিমল কুমার সরকার জানান, গতকাল রাতে মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শামীমসহ চারজন জুয়া খেলছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ গ্রাম পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় জুয়াড়িদের আটক করে তাঁকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮৬৭ সালের জুয়া আইনের ৬ ধারায় শামীমকে সাত দিনের এবং তাঁর সহযোগী একই এলাকার জোবায়ের হোসেন (২২), মোস্তফা (৩২) ও নূর ইসলামকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, জুয়ার আসর থেকে আটক ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডপ্রাপ্ত চার আসামিকে আজ শুক্রবার দুপুরে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।