নিখোঁজের চার দিন পর কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নিখোঁজ হওয়ার চার দিন পর গাজীপুরের কালিয়াকৈরে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার রতনপুর ধোপাচালা এলাকায় বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানা–পুলিশ।

ওই ব্যক্তির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও আরও একটি আইডি কার্ড থেকে জানা যায়, নিহত ব্যক্তির নাম রিয়াদ (২২)। তিনি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর খয়েরবাড়ি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে। ঢাকার মিরপুরের প্রাইম ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করতেন রিয়াদ।

পুলিশ ও এলাকাবাসী জানান, কালিয়াকৈরের রতনপুর ধোপাচালা এলাকার আবদুস ছালামের বাড়ির পাশে বনের ভেতর ফাঁকা জায়গায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় নিহত ব্যক্তির পকেটে একটি পরিচয়পত্র পাওয়া যায়। ওই পরিচয়পত্র থেকে তাঁর নাম–ঠিকানা সংগ্রহ করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরিচয় শনাক্ত করে পুলিশ। রিয়াদ চার দিন আগে নিখোঁজ হন।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, রিয়াদ গাজীপুরের শিমুলতলী এলাকায় একটি মেসে ভাড়া থেকে ঢাকার মিরপুরের প্রাইম ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষে পড়তেন। চার দিন আগে তাঁদের গ্রামের এলাকার এক ছেলে রিয়াদকে মেস থেকে ডেকে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে বিশ্ববিদ্যালয়ছাত্রকে হত্যা করে ওই স্থানে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। রিয়াদের নিখোঁজের ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা গাজীপুর মহানগরের সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

ওসি আকবর আলী আরও বলেন, মরদেহে পচন ধরায় শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় নিহত রিয়াদের চাচা মাহফুজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।