কুড়িগ্রামের বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাতে বিএসএফের সম্মতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক। আজ ১২টার দিকে উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্ত এলাকায়ছবি: প্রথম আলো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে শূন্যরেখায় একটি গাছের ওপর লাগানো সিসিটিভি ক্যামেরা খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় এক পতাকা বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানায় বিএসএফ।

এর আগে গতকাল সোমবার সকালে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮–এর ৯এস সাবপিলারের পাশে শূন্যরেখার একটি গাছের ওপর সিসিটিভি ক্যামেরাটি লাগায় বিএসএফ। ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

গতকাল দিনভর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফায় পতাকা বৈঠক হলেও সুরাহা হয়নি। এর পরিপ্রেক্ষিতে আজ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।

এ ছাড়া পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্যরেখায় নির্মিত টিনের স্থাপনা অপসারণ এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।