ভালুকায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির আরও ৩ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির আরও তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে ভালুকা মডেল থানার পুলিশ। এর আগে গত রোববার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গতকাল গ্রেপ্তার নেতারা হলেন উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য শামছুদ্দিন (৫৭), উপজেলা যুবদলের সদস্য সমর পাঠান (৪৭) ও ভরাডোবা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিহাদ হাসান (২৬)।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে ভালুকা-পারুলদিয়া সড়কের পনাশাইল এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পুলিশকে বাধা দেন। তখন ঘটনাস্থল থেকে যুবদলের নেতা রকিবুল হাসান খান ও আতাহার আলীকে আটক করে পুলিশ। পরে আটক দুজনসহ ছয়জনের নাম উল্লেখ এবং ১৭৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ মামলায় নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ছয়জনের নাম মামলার এজাহারে নেই। প্রথম দুই ধাপে গ্রেপ্তার তিনজন জামিনে ছাড়া পেয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শামছুদ্দিনকে মল্লিকবাড়ি বাজার, সমর পাঠানকে ভালুকা বাসস্ট্যান্ডের মসজিদের সামনে থেকে এবং মিহাদ হাসানকে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন বলেন, ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করেন উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। ওই দিন উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হয়রানি করার জন্য পুলিশ একটি মিথ্যা ঘটনা সাজিয়ে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে। গত তিন দিনে দুটি মামলায় উপজেলা বিএনপির আট নেতাকে বিভিন্ন স্থান থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় গতকাল রাতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।