নোয়াখালীতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি পুকুর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রোকেয়া পারভীন। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁইয়া বাড়ির সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নুরুল মতিনের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, বোরকা পরা ওই বৃদ্ধার লাশ পুকুরে ভাসছিল। খবর পেয়ে ওই বৃদ্ধার স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া প্রথম আলোকে বলেন, নিহত নারীর ছেলে মনিরুল আহছান জানিয়েছেন, তাঁর মা মানসিক রোগী ছিলেন। গত বুধবার রাতে ঘরে চিৎকার-চেঁচামেচি করেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান। ওসি আরও বলেন, সুরতহাল প্রতিবেদনে ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।