পঞ্চগড়ে চাওয়াই নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড়ে নদের পানিতে ডুবে আলমি আক্তার (১২) ও ইশরাত জাহান সিফাত (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চৈতন্যপাড়া এলাকায় চাওয়াই নদে এ দুর্ঘটনা ঘটে।

আলমি আক্তার ওই এলাকার আবদুল আজিজের মেয়ে। সে স্থানীয় চৈতন্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত। ইশরাত জাহান ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে, সে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। সম্পর্কে ওই দুই শিশু ফুফু-ভাতিজি বলে জানা গেছে। তাদের এমন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশু দুটির পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে অমরখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য নাজির হোসেন বলেন, দুপুরে শিশু ইশরাতের মা রুমাইয়া আক্তার, চাচি জেসমিন আক্তারসহ কয়েকজন নারী বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে চাওয়াই নদের ধারে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যান। এ সময় তাঁদের পেছনে পেছনে আলমি ও ইশরাতও সেখানে যায়। নারীরা সবাই ঘাস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লে ওই শিশু দুটি পাশের চাওয়াই নদে গোসল করতে নামে। শিশু দুটি গোসল করতে নেমেছে, এটি প্রথমে বুঝতে পারেন ইসরাতের চাচি জেসমিন। অনেকক্ষণ বাদে তাঁর সন্দেহ হলে তিনি শিশু দুটি নদী থেকে উঠছে না কেন, তা দেখতে বলেন সবাইকে। পরে সেখানে থাকা সবাই শিশু দুটিকে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। খবর শুনে স্থানীয় লোকজন জড়ো হন। তাঁরা নদের পাথর তোলার গভীর গর্তে পানিতে নেমে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর গভীর পানির নিচ থেকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ইউপি সদস্য নাজির হোসেন আরও বলেন, আলমি অল্প অল্প সাঁতার জানত। তবে ইশরাত সাঁতার জানত না। গোসলের সময় ইশরাতকে পানিতে তলিয়ে যেতে দেখে আলমি তাকে বাঁচাতে গিয়ে দুজনেই তলিয়ে গেছে বলে ধারণা করছেন তাদের স্বজনেরা।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় ঘটনাটি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।