সিলেটে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ

এক সপ্তাহের ব্যবধানে সিলেটে মরিচের দাম দ্বিগুণ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে লালবাজার সবজি বাজারে
ছবি: আনিস মাহমুদ

সিলেটে কাঁচা মরিচের দাম আবার বেড়েছে। দুই দিন ধরে সিলেটের খুচরা ও পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

সরেজমিন দেখা গেছে, সিলেটের পাইকারি বাজারে আজ সকালে কাঁচা মরিচের পাল্লা (৫ কেজি) বিক্রি হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। ওই হিসাবে প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ছে ১০০ থেকে ১১০ টাকা। খুচরা বাজারে গিয়ে এই মরিচ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। এক সপ্তাহ আগে সিলেটের পাইকারি বাজারে ৪০ থেকে ৫০ টাকা দরে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে। ওই সময় খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা।

সিলেটের সোবহানীঘাট কাঁচাবাজারের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, গত সপ্তাহে পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম ৫০ টাকায় নেমেছিল। তবে কয়েক দিন ধরে বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। এতে দাম বেড়েছে। মূলত, উত্তরবঙ্গ থেকে সিলেটে মরিচ আনা হয়। সেখানে বৃষ্টিবাদলের কারণে মরিচগাছ নষ্ট হয়ে গেছে। এতে মরিচের দাম বেড়ে গেছে।

একলাফে মরিচের দাম বাড়লেও অন্যান্য সবজির দামে খুব বেশি পরিবর্তন আসেনি। সিলেটে বিভিন্ন পাড়ামহল্লা ঘুরে ঠেলায় করে সবজি বিক্রি করেন সেলিম মিয়া। তিনি বলেন, অন্য সবজির দাম একলাফে এত বৃদ্ধি পায় না। কিন্তু কাঁচা মরিচের দাম দিনের ব্যবধানে বাড়ে। কয়েক দিন আগেও ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করেছেন তিনি। তবে আজ ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

নগরের জামতলা এলাকার বাসিন্দা হেলাল আহমদ বলেন, কিছুটা কম দামের পাওয়া যায় বলে তিনি আড়ত থেকে সবজি কেনেন। তবে কাঁচা মরিচ কেনেন খুচরা বাজার থেকে। আগে দুই দিন পরপর ২৫০ গ্রাম মরিচ কিনতেন। তবে হঠাৎ কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আজ ১০০ গ্রাম কিনেছেন।