কাশিমপুর কারাগারে ভাইকে দেখতে গিয়ে গাঁজাসহ যুবক আটক

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী চাচাতো ভাইকে দেখতে গিয়ে গাঁজাসহ ধরা পড়েছেন আরিফ হোসেন (৩০) নামের এক যুবক। আজ শনিবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকের আরপি চেকপোস্ট থেকে তাঁকে আটক করেন কারারক্ষীরা।

আটক আরিফ লক্ষ্মীপুর সদর উপজেলার বর্জিতা গ্রামের শরিফ হোসেনের ছেলে। তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষ জানায়, আজ বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগারে-১-এ বন্দী চাচাতো ভাই মো. রাসেলের সঙ্গে দেখা করতে আসেন আরিফ হোসেন। বন্দীদের স্বজনেরা কারাফটক দিয়ে ভেতরে প্রবেশের আগে আরপি চেকপোস্টে তাঁদের তল্লাশি করা হয়। সেখানে তাঁর দেহ তল্লাশি করেন কারারক্ষীরা। এ সময়ে তাঁর প্যান্টের পকেট থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। তাঁকে আটক করে কোনাবাড়ী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আটক ওই ব্যক্তিকে থানায় আনা হয়েছে। পকেটে গাঁজা নিয়ে তিনি চাচাতো ভাইয়ের সঙ্গে কারাগারে দেখা করতে যাচ্ছিলেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।