ফেসবুকে ছবি দেখে খুন হওয়া তরুণকে শনাক্ত করল পরিবার

খুন
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হওয়া তরুণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখে শনাক্ত করেছেন তাঁর পরিবারের সদস্যরা। শনিবার সন্ধ্যায় হাসপাতালের মর্গ থেকে লাশ নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন তাঁরা।

নিহত ইমরান হোসেন ওরফে শান্ত (২৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বানিয়াকৈর গ্রামের হায়দার আলী প্রামাণিকের ছেলে। তিনি উপজেলার মৌচাক এলাকার করিম গ্রুপের পূর্বাণী টেক্সটাইল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।

আরও পড়ুন

নিহত তরুণের চাচা দেওয়ান লিখনের বরাত দিয়ে পুলিশ জানায়, এক সপ্তাহ আগে ইমরান হোসেন তাঁর বাড়িতে মায়ের সঙ্গে কথা বলেন। বাড়িতে থাকা মায়ের জন্য কিছু টাকাও পাঠিয়েছিলেন। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার ইমরানের সিরাজগঞ্জে যাওয়ার কথা ছিল; তবে তিনি বাড়িতে যাননি। পরিবারের সদস্যরা মনে করেছিলেন হয়তো পরে যাবেন। এর মধ্যে তাঁদের সঙ্গে ইমরানের কোনো কথা বা যোগাযোগ হয়নি। শুক্রবার বিকেলে প্রতিবেশীরা ফেসবুকে ইমরানের ছবি দেখে তাঁদের বাড়িতে বিষয়টি জানান। শনিবার দুপুরে দেওয়ান লিখন কালিয়াকৈর থানায় আসেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় লাশ নিয়ে তিনি গ্রামের বাড়ি ফিরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকার উড়ালসড়কের পূর্ব পাশে দুর্বৃত্তরা ইমরানকে ছুরি মেরে হত্যা করে।  

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাছিম বলেন, নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণের চাচা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।