নোয়াখালীতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা
নোয়াখালীর হাতিয়ায় বাক্ ও শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার বিকেলে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই তরুণীর মা।
পুলিশ জানায়, মামলায় উপজেলার চর কিং ইউনিয়নের বাসিন্দা নয়ন চন্দ্র দাশকে (৩২) আসামি করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
তরুণীর মা অভিযোগ করেন, গত শুক্রবার বিকেলে তিনি মেয়েকে ঘরে একা রেখে খাবার পানি আনতে প্রতিবেশীর বাড়িতে যান। এই সুযোগে নয়ন চন্দ্র দাশ তাঁদের ঘরে ঢুকে তাঁর মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে তিনি স্থানীয় গণমান্য ব্যক্তিদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, রোববা বিকেলে ওই তরুণীকে নিয়ে তাঁর মা থানায় এসে লিখিত অভিযোগ দেন। তখনই অভিযোগটি নারী নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।
ওসি মো. আমির হোসেন আরও বলেন, অভিযুক্ত নয়ন ঘটনার পর থেকে পলাতক। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। ওই তরুণীকে সোমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।