গাংনীতে নৌকার প্রার্থীর ক্যাম্প ভাঙচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে

সোমবার রাতে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়
ছবি: সংগৃহীত

মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গতকাল সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী এই ক্যাম্পের দায়িত্বে ছিলেন ধানখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম। গতকাল রাত ১১টার দিকে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে নির্বাচনী ক্যাম্পটি ভাঙা অবস্থায় দেখতে পান।

আবদুল হাকিম অভিযোগ করেন, ‘আমার বাড়ির পাশে নৌকার একটি প্রচারণা ক্যাম্পে সোমবার রাতে হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের সমর্থক ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুজ্জামান শিপু ও তার কর্মীরা। বাঁশ ও কাগজ দিয়ে তৈরি একটি বড় নৌকা ভেঙে দেয় তারা।’

তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, বিভিন্ন স্থানে নৌকার কর্মীরা নিজেরা তাঁদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের কর্মী-সমর্থকদের ঝামেলায় ফেলতে চাইছেন। এসব ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। সাধারণ মানুষ যাঁকে ভোট দেবেন, তিনিই সংসদ সদস্য হতে পারবেন।

নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের বিষয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে গাংনী উপজেলার কয়েকজন সন্ত্রাসী নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা করছেন। তাঁরা দীর্ঘদিন ধরে গাংনী উপজেলাকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তাকে হামলার ঘটনা জানানো হয়েছে বলে জানান নাজমুল হক।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, উভয় পক্ষের লোকজনকে শান্ত থাকতে বলা হয়েছে। হামলার অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।