মিরসরাইয়ে ঝরনায় পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় রাখা হয়েছে ঝরনার কূপে ডুবে মারা যাওয়া মেডিকেল শিক্ষার্থী আল শাহরিয়ারের লাশ। আজ সন্ধ্যায়ছবি: প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনার কূপে পড়ে আল শাহরিয়ার (২১) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের খইয়াছড়া ঝরনার একটি কূপে পড়ে তাঁর মৃত্যু হয়।

আল শাহরিয়ার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাবুপাড়া এলাকার খন্দকার আবদুল্লাহ-আল মামুনের ছেলে।

শাহরিয়ারের সহপাঠী অভিজিৎ কর্মকার প্রথম আলোকে বলেন, তিনি, অভিজিৎসহ মেডিকেল কলেজের সাত বন্ধু একটি বাসায় ভাড়া থাকেন। সবাই একসঙ্গে সকাল সাড়ে ১০টায় মিরসরাইয়ের খইয়াছড়া ঝরনা দেখতে যান। বেলা আড়াইটার দিকে আল শাহরিয়ার দলছুট হয়ে ঝরনার চতুর্থ ধাপ থেকে পা পিছলে নিচের একটি কূপে পড়ে যান। পরে সেই কূপ থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

অভিজিৎ বলেন, ‘দুর্গম জায়গা হওয়ায় সময়মতো চিকিৎসা দেওয়া যায়নি। তাই পরে শাহরিয়ারের মৃত্যু হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে আমরা সহযোগিতা চাইলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ নিয়ে যান।’

জানতে চাইলে মিরসরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ৯৯৯-এ খবর পেয়ে দ্রুত খইয়াছড়া ঝরনায় ডুবে মারা যাওয়া ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই শিক্ষার্থীর লাশ পুলিশি হেফাজতে রয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।