সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট, ঝিনাইদহে ছাত্রলীগের ১০ নেতা-কর্মী বহিষ্কার

ছাত্রলীগের লোগো

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় ঝিনাইদহের জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দেশের ২১ জেলায় ছাত্রলীগের ১৯৫ নেতা-কর্মীকে বহিষ্কার ও অব্যাহতির ঘটনা ঘটল।

গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতা–কর্মীরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি শামীম রেজা, মহেশপুরের মান্দারবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় খান, নেপা ইউনিয়ন শাখার সভাপতি মুশফিক হাসান, নাটিমা ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কালীগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের কর্মী মোবারক হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ কর্মী মোস্তফা ইবনে মাসুদ, সাদমান হাবিব, এ এন তুষার ও মিরাজুল ইসলাম।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. সজীব হোসেন বলেন, গতকাল রাতে জেলা ছাত্রলীগের এক জরুরি সভা হয়। সেখান থেকে সর্বসম্মতিক্রমে এই ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়। সম্প্রতি এসব নেতা-কর্মী সাঈদীর পক্ষে নানা ধরনের মন্তব্য নিজেদের ফেসবুকে পোস্ট করেন। এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।