চালকের অমনোযোগে দুর্ঘটনা, নিহত ৪

দুর্ঘটনায় বাসে উল্টে আগুন ধরে যায়। আজ শুক্রবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায়

আজ শুক্রবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে দুই শিশুসহ চারজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামদ নেয়ামত উল্লাহ জানান, এক যাত্রীর সঙ্গে কথা-কাটাকাটির পর চালক অমনোযোগী হয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ও আগুন ধরে। আহতদের দাউদকান্দি ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।